Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের কর্মবিরতি

আজকের পত্রিকা ডেস্ক

পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের কর্মবিরতি

জনবলকাঠামো, নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তাঁরা। 

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক পদমর্যাদা নেই। ফলে দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি।

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদের আপগ্রেডেশন, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ, পদোন্নতি ও চলতি দায়িত্বে নিয়োগের পাঁচ দফা দাবি জানান।

তাঁরা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত  কর্মবিরতি পালন করব।যদি জনবল বাড়ানো হয়, তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আরও এগিয়ে যাবে। মন্তব্য করেন নাসিরনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ