মির্জাপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেনের দান করা জমিতে মসজিদ নির্মাণে উদ্দেশে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী খালের পাড়া এলাকায় এই সভা করা হয়।
এ সময় ফজলুর রহমান ফজলের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল খান, সাবেক কাউন্সিলর এসএম রাশেদ মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মসজিদের জমিদাতা হাজী আবুল হোসেন প্রমুখ। সভায় দ্রুত সময়ের মধ্যে দান করা জমির ওপর সকলের সহযোগিতায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।
উল্লেখ্য পোষ্টকামুরী খালপাড়ায় কোনো মসজিদ না থাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন চার শতাংশ জমি দান করেন।