করোনার দীর্ঘ বিরতির পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে আবারও সরব হয়েছে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন। প্রায় ২০টি দলের পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী সিলেট বিভাগীয় পথনাট্যোৎসব শেষ হয়েছে বৃহস্পতিবার। এ উৎসবের মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আবার ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিন ব্যাপী পথ নাট্যোৎসবের সমাপনী ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আলী ওয়াকিউজ্জামান। সংগঠনটির সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সঞ্চালনা করেন।
এই উৎসবে শিশুদের পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক পরিবেশনা ও শিশু নাটক ছাড়া মঞ্চস্থ হয় ১৬টি পথ নাটক। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক দল এতে অংশ নেয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা এ পর্যন্ত এ উৎসব চলে।
এ উৎসবে অংশ নেয় জীবন সংকেত, প্রতীক থিয়েটার, সুনামগঞ্জ প্রসেনিয়াম, সপ্তস্বর নাট্যদল, লিটল থিয়েটার সিলেট, উদীচী সিলেট, প্রতিবেশী নাট্য গোষ্ঠী (সিওমেক) সিলেট, কথাকলি সিলেট, নাট্যমঞ্চ সিলেট, নাট্যালোক (সুরমা) সিলেট, নগরনাট, নাট্য নিকেতন সিলেট, নৃত্যশৈলী সিলেট, পাঠশালা সিলেট, এমকা সিলেট, মৃত্তিকায় মহাকাল ও থিয়েটার একদল ফিনিক্স।