Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ডুমুরিয়ায় প্রজনন স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রজনন স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের রাইট হেয়ার রাইট নাউ-২ প্রকল্পের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার দুপুরে উপজেলা শহীদ শেখ আবদুল মজিদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন এ প্রকল্পের ডেপুটি ম্যানেজার মো. হারুন-অর রশিদ।

এ সময় প্রকল্পের ডিওয়াইএম শিখা রানি শীল স্বাগত বক্তব্যে বলেন, ‘দেশে ১০-১৯ বছর বয়সী প্রায় ৩ কোটি ৬০ লাখ কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় তাঁরা নানা রকম স্বাস্থ্যঝুঁকির মধ্য থাকে। তাঁদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের প্রভাবে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক পরামর্শ ও ধারণা তাঁদের চিন্তামুক্ত, স্বাভাবিক ও সুন্দর জীবন-যাপনে সহায়তা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি অনেকটা লজ্জাজনক হিসেবে বিবেচিত হওয়ায় তারা অনেক ভুল তথ্য পায়। অথচ শরীরে প্রজনন অঙ্গের সুস্থতার সঙ্গে শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর অবস্থা হল প্রজনন স্বাস্থ্য।’

আর এ বিষয়ে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সকলকে এক যোগে কাজ করার সহযোগিতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অমিয় কান্তি মল্লিক প্রমুখ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ