Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

নাটোরের বাগাতিপাড়ায় ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড়াল সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যা কিছু করা দরকার, তার সবকিছুই করা হবে। এ নির্বাচনে নয়টি কেন্দ্রের সব কটিতেই একজন করে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন এবং ভোট শেষে নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রেই ফলাফল দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আসলাম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম অনন্যা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মাজিদ, ওসি সিরাজুল ইসলাম।

এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী এবং সাধারণ সদস্য প্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ