Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সবজির দাম কম, হতাশ চাষি

আজিজুর রহমান, চৌগাছা

সবজির দাম কম, হতাশ চাষি

যশোরের চৌগাছায় পাইকারি বাজারে সবজির দাম কম পাওয়ায় চাষিদের মাঝে হতাশা দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর থেকেই পাইকারি বাজারে সবজির দাম কমে যায়।

প্রায় দুই সপ্তাহ ধরে এই অবস্থায় চলায় লাভ তো দূরের কথা, খরচের টাকা তোলা নিয়েই শঙ্কায় রয়েছেন বলে কৃষকেরা জানিয়েছেন। তবে আগের তুলনায় গতকাল শুক্রবার সবজির দাম সামান্য বাড়লেও তা অনেক কম বলে তাঁরা জানান।

এদিকে ঠিক উল্টো চিত্র দেখা গেছে উপজেলার খুচরা বাজারে। সেখানে বিক্রেতাদের কাছে একই সবজি দেড় থেকে দ্বিগুণ, কোনোটির দাম তিন গুন পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজার থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে এমন বেশি দামে সবজি বিক্রি করতে দেখা গেছে।

শহরের সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির সরবরাহ তুলনামূলক কম। সরবরাহ কম হলেও পাইকারি বাজারে দাম কম। তবে সেটা গত সপ্তাহের তুলনায় বাড়তে শুরু করেছে।

পাইকারি ব্যবসায়ী মুকুল হোসেন বলেন, ‘আগের তুলনায় সবজির দাম একটু বেড়েছে। আজ (শুক্রবার) পাইকারিতে প্রতিকেজি শিম ১৫ থেকে ১৮, কাঁচা মরিচ ২০ থেকে ২২, বেগুন ২০ থেকে ২৫, পটল ৩০ থেকে ৩৫, মিষ্টি কুমড়া ২০ থেকে ২৫, মুলা ৫ থেকে ৬, পেঁপে ৫ থেকে ৮, বাঁধাকপি ৮ থেকে ১০, ফুলকপি ২৫ থেকে ২৮, রসুন ২২ থেকে ৩০, টমেটো ৩০ থেকে ৩২, মুখিকচু ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।’

অন্যদিকে কাঁচা বাজারের মধ্যেই খুচরা বাজারে এবং ২০০ মিটার দূরের খুচরা বাজারে প্রতিকেজি শিম ৩০ থেকে ৩৫, কাঁচা মরিচ ৩৫ থেকে ৪০, বেগুন ৪০ থেকে ৬০, পটোল ৫০ থেকে ৫৫, মিষ্টি কুমড়ো ৪০ থেকে ৫০, মুলা ২০ থেকে ২৫, পেঁপে ২০ থেকে ২৫, বাঁধাকপি ২০ থেকে ২৫, ফুলকপি (প্রতিটি) ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজারের আড়তদার মুকুল হোসেন জানান, বাজারে বাইরের পাইকারি ব্যবসায়ী তুলনামূলক কম আসায় সবজির দাম বাড়ছে না।’

জুয়েল রানা নামে এক কৃষক বলেন, ‘আমি দুই বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছিলাম। আশা করেছিলাম এবার তাতে ভালো লাভ হবে। কিন্তু একে তো বাজারে দাম একেবারে নিম্নমুখী। অন্যদিকে বৃষ্টিতে খেতের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এবার খরচও উঠবে না।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন খুচরা বিক্রেতা বলেন, ‘দোকান ভাড়া ও খাজনার কারণে দাম একটি বাড়তি নেওয়া হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ