কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের সিডি এল ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে এ মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন সিডি এল ট্রাস্টের পরিচালক আক্তারি সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক নজরুল ইসলাম, জাসদ নেতা কাসসেদ আলী, বিএডিসি কর্মকর্তা আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ, মহিদুল ইসলাম, ডেইলি সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, আকরাম হোসেন, সাবিনা আক্তার, জেসমিন হোসেন মিনি, হাসিনা রহমান, তাজনিহার বেগম, ফারজানা ববি রুমা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।