ধনবাড়ীতে স্যানিটারি মিস্ত্রি হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক হোসেন ধনবাড়ীর বানিয়াজান ইউনিয়নের নাথেরপাড়ার বাসিন্দা।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জামালপুর জেলার দিকপাইদ উপশহরের ছুনটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, গ্রেপ্তার আসামিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এক আসামি আনোয়ার ওরফে আনুকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
উল্লেখ্য, নাথেরপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি রফিকুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গত ১ জানুয়ারি তাঁর চাচা মোস্তফাসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন বাড়ির পাশের কপি খেত থেকে রফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধনবাড়ী থানায় নিহতের মা বাদী হয়ে মোস্তফাকে প্রধান আসামি করে ১২ জনের নামে মামলা দায়ের করেন।