Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

২৮ দিন পর মারা গেলেন আহত আশিক

কুড়িগ্রাম প্রতিনিধি

২৮ দিন পর  মারা গেলেন আহত আশিক

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে কুড়িগ্রামে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (২৪) মারা গেছেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের ছোট ভাই আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের চাঁদ মিয়ার ছেলে। তিনি উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, সাত মাস আগে আশিক বিয়ে করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার সংঘর্ষে মাথায় ঢিল লেগে আহত হন আশিক। উদ্ধার করে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৮ আগস্ট ঢাকায় তাঁকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান। 

আতিক বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। সাধারণ শিক্ষার্থী হিসেবে বিবেকের তাগিদে ৪ আগস্ট আমি ও ভাইয়া আন্দোলনে যোগ দিয়েছিলাম। আওয়ামী লীগের লোকজনের ঢিল ও পিটুনিতে আমিও আহত হই। ভাইয়া মাথায় আঘাত পেয়ে বাড়িতে ফিরেছিলেন। কিন্তু আঘাতের কারণে তাঁর বমি হয়। প্রচণ্ড জ্বর আসে। পরে তাঁকে রংপুর হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ভাইয়াকে বাঁচানো গেল না। চিকিৎসকেরা জানিয়েছিলেন, আঘাতের কারণে তাঁর মাথায় রক্তক্ষরণ হয়েছিল।’ 

আতিক জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আশিকের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হবে। আজ (সোমবার) তাঁর দাফন সম্পন্ন হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ