Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আ.লীগ নেতা কামরুলকে অব্যাহতি দিয়েছে দল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

আ.লীগ নেতা কামরুলকে অব্যাহতি দিয়েছে দল

সংগঠন পরিপন্থী কাজ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠন পরিপন্থী কাজ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ নিয়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৩ জনসহ মোট চারজনকে অব্যাহতি দেওয়া হলো।

সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর নির্বাচনের দিন করেরহাট ইউপির ১ নম্বর ওয়ার্ডের রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেনের নেতৃত্বে ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যদের অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে স্টাইকিং ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন। এ ঘটনায় কামরুলকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়।

অব্যাহতির বিষয়ে কামরুল হোসেন বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি মেনে নিয়েছি। এ বিষয়ে আমার কোনো অভিযোগ নেই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘কেউ দায়িত্বে থাকলে, তাঁকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের ভাবমূর্তি, শৃঙ্খলা, নীতি আদর্শ পরিপন্থী কাজ করলে, তাঁর বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়।’

জানা গেছে, এর আগে মিরসরাই ৯ নম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ দিদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ