টানা তিন দিন শনাক্ত রোগীর সংখ্যা দু শর ঘরে থাকলেও গত এক দিনে কমেছে শনাক্তের হার। যা গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে কমেছে প্রাণহানি। আগের দুই দিন চারজন করে মৃত্যু হলেও এবার তা দুজনে নেমে এসেছে।
করোনা মোকাবিলায় টিকার ওপর ভরসা রাখছে সরকার। সে জন্য সব-শ্রেণি পেশার মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বস্তিবাসী, মহানগর থেকে প্রত্যন্ত গ্রাম–সর্বত্র টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ০৩ শতাংশ হারে ভাইরাসটির উপস্থিতি মিলেছে ২১৩ জনের দেহে। যা গত বছরের ২১ মার্চের পরে সর্বনিম্ন। ওই দিন এই হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ। এতে করে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে দাঁড়িয়েছে।
করোনায় নতুন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে দুজন। তাঁরা ঢাকা বিভাগের। বাকি সাত বিভাগে মৃত্যু হয়নি। এই নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯২৮ জনে ঠেকেছে।