ভোলার তজুমদ্দিন উপজেলার মৎস্যজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা মৎস্য অফিস ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে মৎস্যজীবীদের এই সহায়তা করা হয়। আর্থিক সহায়তা ও গভীর নলকূপ স্থাপন কার্যক্রমের উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শাওন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণির-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যেকারণে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।’
সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, এসডিএফ’র আঞ্চলিক সমন্বয়কারী সামিউল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, মৎস্য কর্মকর্তা আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসেম মহাজন প্রমুখ।