পাইকগাছায় গত দুই দিনে থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১০০টি ইয়াবা বড়ি, ২০ বোতল ফেনসিডিল ও নগদ টাকা জব্দ হয়েছে। এ অভিযানে দুজন আটক হয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) সুজিত ঘোষ বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঁটিপাড়া বাজারের নাথপাড়া মোড়ে উপপুলিশ পরিদর্শক সুকান্ত কর্মকার ও সহকারী উপপুলিশ পরিদর্শক মঞ্জুরুলকে সঙ্গে নিয়ে অভিযান চালাই। এ সময় হাফিজুল গাজীকে ১০০টি ইয়াবা বড়িসহ আটক করি।
অপরদিকে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক কে এম এ হানিফ জানান, গত বুধবার উপজেলার রাড়ুলী গ্রামের সাত্তার হাওলাদার (৪৮) বাড়িতে গোপন সংবাদে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় সাত্তার পালিয়ে গেলেও তাঁর স্ত্রীকে আটক করা হয়। তাঁর স্ত্রীর স্বীকারোক্তিতে ফেনসিডিল বিক্রির নগদ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ‘আটককৃতদের শুক্রবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’