Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পাহাড় কেটে জরিমানা গুনল এরাবিয়ান করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড় কেটে জরিমানা গুনল এরাবিয়ান করপোরেশন

পাহাড় কাটার দায়ে চট্টগ্রামের এরাবিয়ান করপোরেশনের মালিক হাজি মো. নুরুল ইসলামকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে তাঁকে এই দণ্ড দেওয়া হয়।

এরাবিয়ান করপোরেশন নগরীর জিইসি এলাকার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিপরীত পাশে দক্ষিণ দিকে ২০ হাজার ঘনফুট পাহাড় কেটেছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, পরিদর্শনে পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে শুনানিতে ডাকা হয়। এতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি পাহাড় কাটার দায় স্বীকার করেন। যে কারণে প্রতিষ্ঠানটির মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নুরুল্লাহ নুরী আরও বলেন, জরিমানার ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। বাকি ৫ লাখ টাকা আগামীকালের (আজ) মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার সত্যতা পান। এরাবিয়ান করপোরেশন স্কেভেটর ব্যবহার করে পাহাড় কাটছিল। যে কারণে সামান্য বৃষ্টি হলেই ওই এলাকায় পাহাড়ধসের শঙ্কা দেখা দেয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ