বাগেরহাটের কচুয়ায় শহিদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কচুয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল, কল্লোল বেনজামিন দাস, রিপন হালদার, শিউলি কস্তা, এপির ক্রিস্টিয়ানো রাখি ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে হাতের ছাপ একে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন। সচেতনতার অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে বিদ্যালয়ের নিজস্ব হলরুমে মেয়ে শিশুরা নিজেদের হাতে ‘বন্ধ হোক সহিংসতা’ লিখে প্রতিবাদ জানান।