Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

ত্রিশাল, ঈশ্বরগঞ্জ ও ফুলপুর প্রতিনিধি

নানা আয়োজনে হানাদার মুক্ত দিবস পালন

ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সংগঠক ও ত্রিশাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জৈমত আলী মাস্টার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার নিজ বাড়িতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, ৯ ডিসেম্বর সকালে মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন ত্রিশাল থানা আওয়ামী লীগ সভাপতি জৈমত আলী স্থানীয় নজরুল একাডেমি মাঠে প্রথম পতাকা উত্তোলন করেন।

এদিকে নানা আয়োজনে ঈশ্বরগঞ্জে ৯ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের কবর জিয়ারত, বিজয় শোভাযাত্রা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রমুখ। এ ছাড়া শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র শশধর সেন প্রমুখ। এর আগে সর্চাপুর ঠাকুর বাখাই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ