ভোলার লালমোহন উপজেলায় পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার রাতে বিশেষ অভিযানে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়ন থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নন জিআর ৫৪ / ২১ মামলায় পরোয়ানাভুক্ত বাদশা মিয়া, রাজিব, রোকেয়া ও হাসান। তাঁরা উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, কিশোরগঞ্জ গ্রামের বাসিন্দা। সিআর ১৪৭ / ২০ মামলায় পরোয়ানাভুক্ত রাহেলা বেগম, পারভেজ, মো. শাহিন, বেলায়েত হোসেন। তাঁরা বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের বাসিন্দা।
থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘শনিবার রাতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’