সাতক্ষীরার পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ নিহত দু্জন ও আহত হয়েছেন একজন ।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান জানান গতকাল বুধবার সকাল ৯টার সময় পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের কাছে মোটরসাইকেলটি ইঞ্জিনভ্যান কে পাশ কাটাতে গিয়ে এক পথচারীকে ধাক্কা দিলে চালকসহ দুজন মারাত্মক আহত হয়।
আহত ব্যক্তি হলেন পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল আলিম (৩৮)। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করে। মোটরসাইকেল চালক যুগিপুকুরিয়া গ্রামের শাহজাহান গাজীর পুত্র আব্দুল্লাহ গাজীর (৩৫) অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে সকাল ১০টার সময় পাটকেলঘাটা পল্লি বিদ্যুৎ অফিসের কাছে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তালার গণডাঙ্গা গ্রামের সুবাস হালদার (৭০) আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করে। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।