Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৪০০ বছরের ঈদগাহ

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

৪০০ বছরের ঈদগাহ

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের ৪০০ বছরের কালের সাক্ষী পুরোনো ঈদগাহ। প্রতিদিন দূর-দুরন্ত থেকে লোকজন আসে ঈদগা দেখতে। অনেকে এ ঈদগাহকে আবার পাঁচপাড়া ঈদগাহ বলেন। কারণ নগরঘাটা ও পাচপাড়ার মাঝামাঝি মাঠের মধ্যে এর অবস্থান। এ ঈদগাহের পাশে ছিল বিশাল এক বটবৃক্ষ। যার ছায়াতেই স্থানীয় লোকজন ঈদের নামাজ আদায় করতেন। প্রতি বছর দুই ঈদে ২০০০জন এখানে ঈদের নামাজ আদায় করেন। ৩ বছর আগে স্থানীয় ঈদগাহ কমিটি বটবৃক্ষটি বিক্রি করে তার পাশে নতুন একটি ঈদগাহ তৈরি করেছেন।

স্থানীয় বাসিন্দা কওসার আলী জানান, এই ঈদগাহের উৎপত্তি সম্পর্কে কোনো সঠিক তথ্য আমার জানা নেই। তবে জনশ্রুতি আছে, এই ঈদগাহ নাকি কোনো এক পূর্ণিমার রাতে গায়েবীভাবে তৈরি হয়েছিল।’

নগরঘাটা গ্রামের আব্দুল মজিদ জানান, আজও এখানে প্রতি সপ্তাহে শুক্রবার জেলার বিভিন্ন এলাকা হতে লোকজন মানত করতে ছুটে আসেন। সপ্তাহের এই দিনে পার্শ্ববর্তী এলাকার ছেলে মেয়েরা এখানে জড়ো হয়। মানতের হাস, মুরগি ছেড়ে দেওয়ার পরে সেগুলো যেই আগে ধরতে পারবে সেই হবে তার অধিকারী। বাড়ি থেকে রান্না করে এখানে এসে শিশুকে জুম্মার আজানের পরে খাওয়ানোর দৃশ্য দেখা যায় প্রতি সপ্তাহে।

নগরঘাটা গ্রামের সামসুল হক আনসারি জানান, ঈদগাহ চত্বরটি সংস্কার করে যদি টাইলসের ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয়।

নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, পুরোনো ঐতিহ্যের ধারক বাহক ঈদগাহটি সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর সহযোগিতায় পশ্চিম পাশে নতুন করে মিনার তৈরি করা হয়েছে। ঈদ গায়ের চারপাশের প্রাচীর নির্মাণ করে টাইলস বসানো হয়েছে। প্রয়োজনে আরও উন্নয়ন করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ