মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরে বিভাগীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রংপুরের প্রাচীন সাহিত্য সংগঠন ‘রঙপুর সাহিত্য পরিষৎ’ এ আয়োজন করে।
গতকাল শনিবার রংপুর টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মো. মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সরিফা সালোয়া ডিনাসহ রঙপুর সাহিত্য পরিষৎষের সদস্যরা।
সম্মেলনে কৃতি ব্যক্তিদের সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।