মাংসে চর্বি দেওয়ায় এক কসাইকে কুপিয়ে আহত করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার এক আওয়ামী লীগ নেতা। গত শনিবার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে ঘটনাটি ঘটে। হযরত আলী উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষক। আহত কসাইয়ের নাম শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাপ্টিবাড়ী বাজারে শহিদুলের মাংসের দোকানে গরুর মাংস কিনতে আসেন প্রভাষক হযরত আলী। মাংসে চর্বি দেওয়া নিয়ে শহিদুল আলমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। চর্বি ছাড়া মাংস বিক্রি করা যাবে না বলে জানান শহিদুল। তর্কাতর্কির একপর্যায়ে হযরত আলী বাড়ি গিয়ে লোকজন নিয়ে এসে দেশীয় ধারালো অস্ত্র, রড ইত্যাদি দিয়ে শহিদুলের ওপর হামলা করেন। গুরুতর আহতাবস্থায় শহিদুলকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নয়জনের নামে থানায় একটি মামলা করা হয়েছে।