সারা দেশে মন্দির-মণ্ডপ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটের ঘটনার প্রতিবাদসহ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গোপালপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি শান্তি শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগে আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির রানা, ইকবাল হোসাইন, কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিব, মুরাদ, রাসেল, শুভ প্রমুখ। এ সময় উপজেলা ও কলেজ ছাত্রলীগ শাখার নেতা-কর্মীরাসহ পাঁচ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নোয়াখালী, রংপুরের পীরগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সহিংসতার ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সারাদেশে ছাত্রলীগ সব সময় সোচ্চার রয়েছে। গোপালপুর উপজেলা ছাত্রলীগও তাঁর ব্যতিক্রম নয়।