টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি সাঈদ আনোয়ার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এতে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষার কথা জানানো হয়।