নরসিংদীর রায়পুরায় জুয়া খেলার দায়ে পাঁচজনকে কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের পীরপুর গ্রামের এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত হোসেন।
মো. সাজ্জাত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পীরপুর মাজার এলাকায় অভিযান চালাই। এ সময় হাতেনাতে পাঁচজনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে। পরে প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’