মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদ্যাপনকে স্মরণীয় করার লক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাবান্ধা জিরো পয়েন্টে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ও বিএসএফ ১৭৬ ব্যাটালিয়নের যৌথ আয়োজনে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
যৌথ প্যারেড দেখতে দুই দেশের মানুষ জড়ো হয়। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এই প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি রংপুর উত্তর-পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান ও নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার রাভি গান্ধী।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার এস এম আজাদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী, বিএসএফ শিলিগুড়ি সেক্টরের ডিআইজি শ্রী পরশু রাম, কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি এম আর মজুমদার প্রমুখ।
শুরুতে দুই দেশের অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যৌথ প্যারেড শুরু হয়। স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজিবির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।’