দলিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় ডুমুরিয়ায় জেলা পর্যায়ে ‘দলিত যুব ঐক্য পরিষদ গঠন’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। গত বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ইউকে এইডের অর্থায়নে দলিত সংস্থার সিআইইডিইআর প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ, খুলনার সভাপতি সুব্রত দাস।
প্রকল্পের সমন্বয়কারী বিকাশ কুমার দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন চুকনগর মিশনের দায়িত্বপ্রাপ্ত ফাদার রকি গোমেজ, দলিত সংস্থার নির্বাহী পরিচালক বাবু স্বপন কুমার দাস প্রমুখ
সভায় দলিত জনগোষ্ঠীর মানবাধিকার আন্দোলন বেগবান করার পাশাপাশি বৈষম্য বিলোপ আইন বাস্তবায়নের জন্য ৩১ সদস্য বিশিষ্ট জেলা দলিত যুব ঐক্য পরিষদ গঠন করা হয়।