৪০তম বিসিএস লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন মো. আনোয়ার হোসেন। তাঁর বিসিএস ভাইভা পরীক্ষা কেমন হয়েছিল সেই অভিজ্ঞতার আলোকে একটি ‘নমুনা ভাইভা’ তুলে ধরেছেন তিনি।
মো. আনোয়ার হোসেন: অনুমতি নিয়ে ভেতরে ঢুকে সালাম দিলাম।
চেয়ারম্যান স্যার: সালামের উত্তর দিয়ে বসতে বললেন। কোথায় পড়াশোনা করেছেন? এখনো হলে থাকেন?
মো. আনোয়ার হোসেন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কিন্তু করোনার কারণে মাস্টার্স শেষ না হওয়ায় এখনো হলে আছি।
চেয়ারম্যান স্যার: আপনার প্রথম পছন্দ প্রশাসন, দ্বিতীয় পুলিশ, পরের পছন্দ কী কী।
মো. আনোয়ার হোসেন: বিসিএস কাস্টমস, বিসিএস অডিট...
এক্সটারনাল-১: আপনার তো প্রথম পছন্দ প্রশাসন, বলুন তো একজন প্রশাসকের কী কী গুণ থাকা উচিত।
মো. আনোয়ার হোসেন: সময়ানুবর্তিতা, সামনে থেকে নেতৃত্বদান, দায়িত্বশীলতা, দক্ষতা ও নৈতিকতা থাকা প্রয়োজন।
এক্সটারনাল-১: আপনার মধ্যে কী কী গুণ আছে বলে মনে করেন?
মো. আনোয়ার হোসেন: আমি বিশ্বাস করি আমার মধ্যে সব গুণ রয়েছে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করার মাধ্যমে এগুলো ডেভেলপড করেছি।
এক্সটারনাল-১: দাঁড়ান আপনি।
মো. আনোয়ার হোসেন: হঠাৎ দাঁড়ানোর কথা শুনে কিছুটা ভয় পেলেও সঙ্গে সঙ্গেই দাঁড়ালাম।
এক্সটারনাল-১: মনে করেন আপনি একজন ইউএনও। আপনি একটা স্কুল ভিজিটে গেলেন। এখন স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশে করোনার ভ্যাকসিন সচেতনতা নিয়ে একটা ভাষণ দিন?
মো. আনোয়ার হোসেন: দুই-তিন মিনিট বলার পর থামিয়ে দিলেন।
এক্সটারনাল ২: বলুন তো দেখি, সচিবালয়ে নির্বাহী প্রধান কে আর প্রশাসনিক প্রধান কে?
মো. আনোয়ার হোসেন: নির্বাহী ও প্রশাসনিক প্রধান মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় হলেন চিফ অ্যাকাউন্ট্যান্ট অফিসার।
এক্সটারনাল ২: what is Delta Plan?
মো. আনোয়ার হোসেন: The Bangladesh Delta Plan is a comprehensive development plan formulated by Government of Bangladesh in 2018 focusing on economic growth, environmental conservation, and enhanced climate resilience.
এক্সটারনাল ২: What do you mean by GDP?
মো. আনোয়ার হোসেন: Gross domestic product is a monetary measure of the market value of all the final goods and services produced and sold in a specific time period by countries.
চেয়ারম্যান স্যার: আপনি টেকনিক্যাল ক্যাডার হিসেবে যোগ দিলে কোন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগপ্রাপ্ত হবেন?
মো. আনোয়ার হোসেন: স্যার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন।
চেয়ারম্যান স্যার: ওই মন্ত্রণালয়ের কাজ কী?
মো. আনোয়ার হোসেন: প্রোটিনের চাহিদা পূরণ করার মাধ্যমে একটা পুষ্টিগুণসমৃদ্ধ ও মেধাবী জাতি গঠন করা।
চেয়ারম্যান স্যার: একজন মানুষের দৈনিক কতটুকু প্রোটিন প্রয়োজন?
মো. আনোয়ার হোসেন: একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক মিনিমাল ৬০ গ্রাম প্রোটিন খাওয়া প্রয়োজন।
চেয়ারম্যান স্যার: টেকনিক্যাল ক্যাডারে যোগ দিলে আপনি কোন পদে যোগদান করবেন?
মো. আনোয়ার হোসেন: স্যার, ভেটেরিনারি সার্জন।
চেয়ারম্যান স্যার: উপজেলা পর্যায়ে আপনাদের মোট কতটি পদ রয়েছে?
মো. আনোয়ার হোসেন: স্যার দুটি। ১. উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ২. ভেটেরিনারি সার্জন।
চেয়ারম্যান স্যার: অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে বললেন, ‘আসতে পারেন।’
মো. আনোয়ার হোসেন: সালাম দিয়ে বের হয়ে এলাম।
মো. আনোয়ার হোসেন, ৪০তম বিসিএস লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
অনুলিখন: জেলি খাতুন