দিনাজপুরের নবাবগঞ্জে মো. সৌরভ হোসেন (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার সকালে নলশীষা নদীর তীর থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহতের পায়ের রগ কাটা ছিল। সৌরভ উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম মো. আনোয়ার হোসেন। তাঁর চাচা মো. সানোয়ার হোসেন ১ নম্বর জয়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।
নবাবগঞ্জ থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সৌরভের লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ওয়ার্ডের পরাজিত প্রার্থী মো. হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে