Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

১ টাকায় লালনের চা

আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

১ টাকায় লালনের চা

বর্তমানে এক কাপ চা ও মসলাযুক্ত একটি পানের সর্বনিম্ন মূল্য ৫ টাকা। কিন্তু নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নওপাড়া গ্রামের ‘এক টাকার মোড়ে’ রজব ব্যাপারী লালনের দোকানে এখনো পাওয়া যায় ১ টাকা দামের চা-পান। এক কাপ আদা ও চিনিযুক্ত চা এবং মসলাযুক্ত একটি পান লালন বিক্রি করেন ১ টাকায়।

এত কম দামে চা ও পান বিক্রি করে এরই মধ্যে তিনি সাড়া ফেলেছেন। কৌতূহল থেকেই ছুটির দিনগুলোতে বিকেলে লালনের দোকানে ভিড় জমান বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে তা আরও বেড়েছে।

স্থানীয়রা জানান, ১৯৯১ সালে লালন ৫০ পয়সায় এক কাপ চা ও সমপরিমাণ অর্থে একটি পান বিক্রি শুরু করেন। তখন ওই মোড়ের নাম ছিল নওপাড়া মোড়। পরে ১৯৯৪ সালে তা বাড়িয়ে ১ টাকা করেন। তাঁর এই ১ টাকায় চা ও পান বিক্রির সুবাদে মোড়টি ‘১ টাকার মোড়’ নামে পরিচিত। এমনকি ‘এক টাকার মোড়ের’ নাম গুগল ম্যাপেও পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক মানুষ সেই চা ও পান খাচ্ছেন। তাই এই প্রতিবেদক নিজেও একটি চা খেয়ে দেখেন। অন্য দোকানের ৫ টাকার চায়ের থেকে এই চা কোনো অংশেই কম নয়।

৮ কিলোমিটার দূর থেকে আসা আরিফুল ইসলাম বলেন, ‘আমরা আটজন এসেছি। প্রতি মাসে আমরা এভাবেই দল বেঁধে অন্তত চার থেকে পাঁচ দিন আসি। অন্য দোকানে যে চায়ের দাম ৫ টাকা, ঠিক একই মানের চা এখানে ১ টাকা।’

জামনগর থেকে আসা সজীব হাসান বলেন, ‘আমরা শুধু ১ টাকার মোড়ের নাম শুনেছিলাম। তাই পাঁচজন মিলে ঘুরতে এসেছি।’

চা বিক্রেতা রজব ব্যাপারী লালন বলেন, ‘৩০ বছরের ব্যবসায় মানুষের যে ভালোবাসায় সিক্ত হয়েছি, তাতে বেঁচে থাকা পর্যন্ত দাম বাড়ানোর আর ইচ্ছা নেই। পৈতৃক সূত্রে পাওয়া পাঁচ বিঘা জমি আর এই ব্যবসা দিয়ে দুই সন্তানের পরিবার খেয়ে-পরে চলে যায়।’

লালন আরও বলেন, এই চা ও পান খেতে বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই মানুষ এসেছে। এমনকি সুইজারল্যান্ডের পর্যটকেরাও এই চা ও পান খেয়ে গেছেন।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে ১ টাকায় চা ও পান বিক্রি করায় সারা দেশে বাগাতিপাড়ার নামটি পরিচিতি লাভ করেছে। সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর প্রতি শুভকামনা রইল।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ