Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্ত্রী তিন দিন নিখোঁজ স্বামী হাসপাতালে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

স্ত্রী তিন দিন নিখোঁজ স্বামী হাসপাতালে

চিকিৎসার জন্য তিন দিন আগে ঢাকা গিয়েছিলেন সহকারী শিক্ষিকা মোছা. জাহানারা আক্তার (৪০) ও তাঁর স্বামী মো. সেলিম মিয়া। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসা শেষে ঢাকা-বরগুনাগামী লঞ্চ অভিযান-১০-এ করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ঝালকাঠির সুগন্ধা নদীতে ওই দিন রাত ৩টার দিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়ে নিখোঁজ রয়েছেন শিক্ষিকা জাহানারা আক্তার। আর সেলিম মিয়া চিকিৎসাধীন রয়েছেন বরিশাল শেবাচিমে।

নিখোঁজ জাহানারা আক্তার মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগর গ্রামের মুজাফফর হাওলাদারের মেয়ে ও উত্তর কিসমত শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা এবং তাঁর স্বামী সেলিম হাওলাদারের বাড়ি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার রানীপুর গ্রামে।

শিক্ষিকার নিখোঁজে তাঁর বাবার বাড়ি কিসমত শ্রীনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জাহানারার স্বামী সেলিম মিয়া জানান, দোতলায় লঞ্চের ডেকের একটি জায়গায় তাঁরা (স্বামী-স্ত্রী) বিছানা করে। দুর্ঘটনার সময় তিনি লঞ্চের পেছনে টয়লেটে গিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে টয়লেট থেকে বের হয়ে দেখতে পান শুধু আগুনের লেলিহান। আগুনের মধ্যেই লঞ্চের পেছন থেকে ঝাঁপ দিয়ে পড়েন নদীতে। স্ত্রী জাহানারা আক্তারকে বিছানায় রেখে যান। এখন সে (জাহানারা) কোথায় আছেন জানেন না।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় মির্জাগঞ্জের কোনো ব্যক্তি নিখোঁজ আছেন কি না তা এখনো জানা যায়নি।’

বরিশাল শেবাচিমের সার্জারি ইউনিট-৩-এর প্রধান চিকিৎসক মো. ফেরদৌস বলেন, ‘লঞ্চ দুর্ঘটনায় সেলিম হাওলাদারসহ অনেকেই আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ