যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে হানিফ গাজী (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গত সোমবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক ওই যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হানিফ গাজীর বাবা শহরের বারান্দিপাড়া মেঠো পুকুরপাড় এলাকার আব্দুল মান্নান এ মামলা করেন। মামলায় গোলাম মোস্তফাকে আসামি করা হয়। মোস্তফা মুড়লী পূর্বপাড়ার বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গোলাম মোস্তফার সঙ্গে হানিফ গাজীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল। গত শনিবার বিকেলে হানিফ গাজী অসুস্থ স্ত্রী লাকী খাতুনকে (২৪) চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালের সামনে একটি ক্লিনিকে যান। সেখানে গোলাম মোস্তফাসহ ৪/৫ জন হামলা চালান।
এজাহারে আরও বলা হয়, হানিফ গাজীর বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেন আসামিরা। তাঁরা হানিফের কাছ থেকে ৫ হাজার ৮০০ টাকা কেড়ে নেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক আবুল হাসান বলেন, ‘হানিফের ওপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’