ডুমুরিয়ায় নৌকা প্রতীকের এক কর্মীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। মারধরের পর ওই কর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরখালী ইউনিয়নের খোরেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় গত শুক্রবার ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই ব্যক্তি।
সাধারণ ডায়েরির সূত্রে জানা যায়, মাগুরখালী ইউপি নির্বাচনে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ সানার পক্ষে কাজ করছেন সুকদেব সরকার নামে এক কর্মী। তবে তাকে নৌকার পক্ষে কাজ না করতে হুমকি দিচ্ছে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা। তাদের ওই প্রস্তাবে রাজি না হওয়ার গত বৃহস্পতিবার রাতে খোরেরাবাদ গ্রামের একটি সমবায় সমিতি অফিসের সামনে সুকদেবকে একা পেয়ে গালিগালাজ করা হয়।
এ সময় তাকে বেধড়ক মারধর করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা।
মারধরের একপর্যায়ে পুনরায় নৌকা প্রতীকে কাজ করলে সুকদেবকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। ডুমুরিয়া থানার ওসি ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।