যশোরের কেশবপুরে সাহিত্য-সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন শেকড়ের সন্ধানের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।
গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
সম্মাননা পাওয়া গুণীজনেরা হলেন সাহিত্যিক ড. খ ম রেজাউল করিম, অধ্যাপক সফিয়ার রহমান, সাহিত্যিক হাসান ওয়াহিদ, প্রবীণ শিক্ষক বজলুর রহমান খান, প্রবীণ সাংবাদিক সামসুজ্জামান, কবি মুহম্মদ আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, কবি ইব্রাহিম রেজা, সমাজসেবক বাবুর আলী গোলদার, নাট্যকার মুনছুর আলী, সাহিত্যিক সাজ্জাদ হোসেন, চিত্রশিল্পী সাখাওয়াৎ হোসেন ও শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন এ্যানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক বজলুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি ও গবেষক খসরু পারভেজ। আলোচক ছিলেন অধ্যাপক ড. সবুজ শামীম আহসান।