ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক প্রতিবন্ধীর উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁঠালতলা বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত আবুল হোসেন মোড়লের পুত্র প্রতিবন্ধী রফিকুল ইসলাম মোড়ল (৪০) জানান, কাঁঠালতলা বাজারের উমাপদ নামে এক ব্যক্তির দোকানের সামনে তার ভ্যানটি রেখে পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়।
৫ মিনিট পর ফিরে এসে দেখেন ভ্যানটি সেখানে নেই। এ সময় রফিকুল ইসলাম হাউ মাউ করে কাঁদতে থাকেন। এ সময় অনেকে তাকে সান্ত্বনা দেন।