নওগাঁর নিয়ামতপুরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের নতুন ভবনে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের প্রথম দিনে নিয়ামতপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ৭১৩ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়।
টিকা নিতে আসা নাজনীন জানায়, টিকা নিতে পেরে খুশি সে। টিকা নিতে প্রথমে ভয় ছিল, কিন্তু নেওয়ার পর সেটি কেটে গেছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, পর্যায়ক্রমে সবাই টিকার আওতায় আসবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের মধ্যে টিকাদান চলমান প্রক্রিয়া। কোনো রকমের ভয় না রেখে তিনি শিক্ষার্থীদের টিকা নেওয়ার আহ্বান জানান।