মির্জাপুরে ১১ কেজি গাঁজাসহ সোহেল শাহ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গোড়াই-সখিপুর সড়কের হাটুভাঙ্গা সেতুর দক্ষিণ পাশ থেকে তাঁকে আটক করা হয়।
আটক সোহেল শাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদক কারবারি সোহেল গাঁজার ব্যাগ হাতে ওই জায়গায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে গিয়ে তাঁকে আটক করে। এ সময় অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
মির্জাপুরর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আইয়ুব খান জানান, গ্রেপ্তার সোহেলের নামে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।