বানিয়াচংয় উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ ডিসেম্বর বিকেলে বরই খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুটিকে নিজ বাড়ির গোয়াল ঘরে ডেকে নেন লিটন মিয়া। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হয়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন ১৪ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
ধর্ষণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তবে অভিযোগপত্রের সঙ্গে বাদীর জাতীয় পরিচয়পত্র দাখিল করা হয়নি। বাদীকে তার জাতীয় পরিচয়পত্র দিতে বলেছি। অভিযোগ পত্রের সঙ্গে পরিচয়পত্র সংযুক্ত করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’