Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিষ মাখানো খাদ্যে ৫৭ হাঁসের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি

বিষ মাখানো খাদ্যে  ৫৭ হাঁসের মৃত্যু

যশোরের কেশবপুরে বিষ টোপে ১৪ কৃষকের ৫৭টি হাঁস মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের বুড়িভদ্রা নদীর পাড়ে। হাঁস মারা যাওয়ায় ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, নদীর পাড়ে বাড়ি হওয়ায় উপজেলার মজিদপুর গ্রামের পশ্চিম পাড়ার অধিকাংশ কৃষক পরিবার হাঁস লালন পালন করে। তাঁদের পালিত হাঁস সারা দিন বুড়িভদ্রা নদীর পানিতে চরে বেড়ায়। এসব হাঁসের ডিম বিক্রি করে সংসারের অন্যান্য ব্যয় মিটিয়ে থাকেন দরিদ্র কৃষকেরা। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে কোঠা থেকে তাঁরা হাঁস ছেড়ে দেন। হাঁস নদী পার হয়ে পাশের সাবদিয়া এলাকার তীরে উঠে চরে বেড়ায়। এ সময় ওই তীরের সবজি খেতে দেওয়া বিষ মেশানো চাল খেয়ে হাঁস মরে নদীর পানিতে ভাসতে থাকে। গৃহবধূ রুমিচা খাতুন দুপুরে নদ পারে গিয়ে দেখতে পান হাঁস মরে পানিতে ভাসছে। তখন এলাকার মানুষ খবর দেন তিনি।

গৃহবধূ রুমিচা খাতুন বলেন, ‘আমার ছয়টি হাঁস মারা গেছে। নদী থেকে তুলে মরা হাঁসের খাদ্য থলি কেটে বিষ মিশ্রিত চাল পাওয়া গেছে।’

মজিদপুর গ্রামের আশরাফুজ্জামান জানান, সাবদিয়া গ্রামের কয়েকজন চরে সবজি চাষ করেছে। সেখানে বিষ মেশানো খাবার রাখা হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ