কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ছলিম মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বুধবার সন্ধ্যায় শহরের বাইপাস মোড়ে থেকে তাঁকে আটক করা হয়। তিনি মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের একতারপুর গ্রামের কলিম উদ্দিন মণ্ডলের ছেলে।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিদর্শক শেখ আবুল কাশেম জানান, গত বুধবার সন্ধ্যায় শহরের বাইপাস মোড় থেকে ছলিম মণ্ডলকে আটক করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে ১০০টি অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক ছলিমকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।