Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

গ্রাহকের খোঁজে পল্লী বিদ্যুৎ সমিতির মাইকিং

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

গ্রাহকের খোঁজে পল্লী বিদ্যুৎ সমিতির মাইকিং

ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে মাইকিং শুরু করেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিস। কালীগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের কোনো ব্যক্তি এখনো বিদ্যুৎ-সংযোগ না পেয়ে থাকলে তাদের পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

গতকাল সোমবার উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ‘আলোর ফেরিওয়ালা’ লেখা ব্যানার নিয়ে পল্লীবিদ্যুতের দুজন কর্মচারীকে এমন অভিনব প্রচার চালাতে দেখা যায়।

বিষয়টি স্থানীয়রা ইতিবাচক ভাবেই দেখছেন। ওই গ্রামের কৃষক আকরাম আলী বলেন, ‘ডাক্তারের বিজ্ঞাপন, ওষুধের বিজ্ঞাপন, গরু-মহিষ জবাইয়ের মাইকিং শুনছি, এই প্রথম বিদ্যুৎ নেওয়ার জন্য মাইকিং শুনলাম। তা-ও ভালো, যারা পায়নি এবার তাঁরা যদি সংযোগ পায়।’

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পংকজ সিকদার জানান, বর্তমানে উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে উপজেলার ৮৪ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ অবস্থায় কেউ যাতে সংযোগ থেকে বঞ্চিত না হন, সে জন্যই মাইকিং করে প্রচার করা হচ্ছে।

পংকজ সিকদার বলেন, ‘এখনো যাদের সংযোগ হয়নি তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যে আবেদন করলেই দ্রুত সংযোগ দেওয়ার ব্যবস্থা করব। ডিসেম্বরের মধ্যে উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ