Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে অসন্তোষ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে অসন্তোষ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কমিটিতে থাকা নেতাদের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে। গত সোমবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন। এর পর থেকেই এ কমিটির পদ-পদবি নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। অর্থের বিনিময়ে কমিটির পদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন কমিটির অনেকে।

কমিটি অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন কমিটিতে সদস্য পদ পাওয়া শাহ আলম হোসাইন। তিনি বলেন, ‘আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে সদস্যসচিব পদপ্রত্যাশী ছিলাম। অথচ আমাকে সদস্য পদে রাখা হয়েছে; যা আমার জন্য অপমানজনক। আমি জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক। কিন্তু অর্থের বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নব্য বিএনপি নেতাদের দলে টানা হয়েছে। কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা অনেকেই দুই দিন ধরে রাজনীতিতে এসেছেন।’

শাহ আলম আরও বলেন, ‘আগামী দুই তিন দিনের মধ্যে কমিটি থেকে আরও কয়েকজন পদত্যাগ করবেন।’

কমিটিতে পদপ্রত্যাশী ছিল এমন একাধিক ব্যক্তি জানান, সোনারগাঁ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে কাঁচপুর ইউনিয়নের সালাউদ্দিন সালুকে। এ ছাড়া একই ইউনিয়ন থেকেই সদস্যসচিব করা হয়েছে নাসির উদ্দিনকে। ৩১ সদস্যবিশিষ্ট কমিটিতে কাঁচপুর ও জামপুর ইউনিয়ন থেকেই অর্ধেক সদস্য নেওয়া হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে মোগরাপাড়া, বৈদ্যেরবাজার, বারদী, নোয়াগাঁও, সনমান্দী, শম্ভুপুরা ও পিরোজপুর ইউনিয়ন থেকে কাউকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। এতে ওই ইউনিয়নগুলোর নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ছাড়া সদস্যসচিব নাসির উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন পদপ্রত্যাশী।

এ বিষয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘কমিটি করতে গেলে পদবঞ্চিতরা অসন্তুষ্ট হবেই। তবে আমরা যাচাই-বাছাই করেই কমিটি দিয়েছি।’ ৭ ইউনিয়নের কাউকে কমিটিতে স্থান না দেওয়ার বিষয়ে তিনি বলেন, যাঁরা যোগ্য তাঁদেরই পদ দেওয়া হয়েছে।’

অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগের ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, ‘কমিটি গঠনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ও অর্থ লেনদেনের ঘটনা ঘটেনি। এটা যাঁরা বলেন তাঁদের প্রমাণ করতে হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ