বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার সড়ক থেকে বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। সরকারি কাটা গাছ গুলো জব্দ করেছে উপজেলা বন বিভাগ।
উপজেলা বন বিভাগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাট-মাহিলাড়া ওয়াপদা সড়কে সরকারি ভাবে ১২ বছর আগে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছিল। ওই সড়কের সরকারি ১২টি গাছ উপজেলার গৈলা ইউনিয়নের রাহুৎপাড়া নামক স্থান থেকে রাহুৎপাড়া গ্রামের দেবাশীষ হালদারের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কেটে নেন। সরকারি গাছ কেটে নেওয়ার খবর স্থানীয়রা উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদারকে জানালে তিনি আগৈলঝাড়া থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সরকারি কাটা গাছ জব্দ করেন। পরে জব্দকৃত গাছ গুলো উপজেলা সদরে নিয়ে আসেন তিনি।
রাহুৎপাড়া গ্রামের আয়কর আইনজীবী সমীরণ রায় জানান, মৃত গণেষ হালদারের ছেলে দেবাশীষ হালদারের নেতৃত্বে ৫-৬ জন মিলে চাম্বল, রেইনট্রি, মেহগনি, রাজ কড়ইসহ বিভিন্ন গাছ কেটে নেয়। এর আগেও কয়েকবার দেবাশীষ সরকারি গাছ কেটে নেয়।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার জানান, সরকারি জায়গার গাছ কেটে নেওয়ার সংবাদ শুনে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন প্রজাতির ১২টি গাছ জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত দেবাশীষ হালদার বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার সড়কের পাশের জায়গা আমাদের। তাই নিজেদের জায়গার গাছ কেটেছি। স্থানীয়দের অভিযোগের কারণে আমার কাটা গাছ গুলো উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার জব্দ করে নিয়ে যান।’