ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনে ছয় প্রার্থীর পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার একমাত্র প্রার্থী রয়েছেন।
আজ মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
নির্বাচন কর্মকর্তা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৬ ডিসেম্বর। ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল। শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত পাঁচজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল গতকাল এবং ভোট হবে ২৬ ডিসেম্বর।