ভোলার লালমোহনে স্বামী আ. মান্নানকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যার পর পুলিশ উপজেলার বালুরটেক নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। নিহত আ. মান্নান ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামে মৃত নজির আহম্মেদের ছেলে এবং সে পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আ. মন্নানকে হত্যার দায় স্বীকার করেছে স্ত্রী।
এদিকে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামীকে হত্যা করেছে স্ত্রী। রাতেই নিহতের ভাই মোতালেব হোসেন বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে সকাল ৬টার দিকে স্বামীকে কুপিয়ে হত্যা করে নুর নাহার।