চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে রুপালি জগতে নাম লিখিয়েছেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, রোশান, সিয়াম, পূজাসহ অনেকে। এবার জাজের প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন ইভান সাইর। এ বছরই চলচ্চিত্রে নাম লিখিয়েছেন রিয়েলিটি শো দিয়ে ক্যারিয়ার শুরু করা ইভান। চলচ্চিত্রের নাম ‘ঠোকর’। বানাচ্ছেন মাজহার বাবু।
প্রথম সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ইভান সাইর। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সংগীত পরিচালক আহমেদ হুমায়ুনের প্রথম সিনেমা ‘পটু’তে দেখা যাবে তাঁকে।
ইভান সাইর বলেন, ‘ফেব্রুয়ারি মাসে হুমায়ুন ভাই আমাকে সিনেমাটির কথা বলেন। গল্প শুনেই ভালো লাগে। এরপর লুক টেস্ট ও অডিশন দিই। শেষ ধাপে ক্যামেরা অডিশন দিয়েছি। পদ্মার চরে হয়েছিল শুটিং। তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। খুব কষ্ট হয়েছিল। সিলেক্ট হওয়ার পর সে কষ্ট ভালো লাগায় পরিণত হয়েছে।’
নিজের চরিত্র নিয়ে জানতে চাইলে ইভান বলেন, ‘এখন কিছু প্রকাশ করা যাবে না। এটুকু বলতে পারি, একেবারে ভিন্নধারার একটি গল্প। ক্যারিয়ারের শুরুতেই এ রকম গল্প আর জাজ মাল্টিমিডিয়ার কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।’ পটু সিনেমায় ইভান সাইরের বিপরীতেও থাকবেন একজন নতুন মুখ। চলছে তার বাছাইপ্রক্রিয়া।
এ মাসের শেষ দিকে পটু সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ হুমায়ুন।