লক্ষ্মীপুরের রামগতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ১০ জনের বিয়ে হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার উপজেলার তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রথম দিনে ৫০৪ জনের মধ্যে অনুপস্থিত ২৫ জনের মধ্যে রয়েছে এইচএসসির ৫ জন ও আলিমের ২০ জন। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৫০৪ জন অংশ নেওয়ার কথা ছিল। আ স ম আবদুর রব সরকারি কলেজ কেন্দ্রে ও রামগতি আহমদিয়া কলেজ কেন্দ্রে বিজ্ঞান শাখায় ১৬০ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন।