বরগুনার তালতলী উপজেলায় গাছ থেকে পড়ে আ. জব্বার (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে উপজেলার ঠংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আ. জব্বার উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।
জানা যায়, বাড়ির নারিকেলের ডাল কাটতে গাছে উঠে আ. জব্বার এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘নারিকেল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ভিকটিমের পরিবারের দাবির প্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’