Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

১৭ মাসের মধ্যে করোনায় মৃত্যু সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৭ মাসের মধ্যে করোনায় মৃত্যু  সর্বনিম্ন

ভারতসহ বিশ্বের অনেক দেশে নানা বিধিনিষেধ দিয়েও থামানো যাচ্ছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। অন্যদিকে, সবকিছু স্বাভাবিক থেকেও ভাইরাসটির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বাংলাদেশে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে গত আড়াই মাসে জারি হয়নি কোনো ধরনের নিষেধাজ্ঞা। তারপরও আগের মাসের তুলনায় অক্টোবরে ৭৫ শতাংশ কমেছে। একই সঙ্গে অনেকটাই কমেছে শনাক্ত রোগীর সংখ্যা।

এদিকে বৈশ্বিক পরিস্থিতি অস্বস্তির হলেও আরও স্বস্তির পর্যায়ে নেমেছে দেশের করোনা পরিস্থিতি। গত একদিনে ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখেছে বাংলাদেশ। একই সঙ্গে কমেছে সংক্রমণের মাত্রাও। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১

দশমিক ০৮ শতাংশ হারে ২১৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা প্রাণ কেড়েছে ২ জনের। যা ১৭ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৫ মে একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য বলছে, গত বছরের ৮ মার্চ দেশে করোনা হানা দেওয়ার পর এখন পর্যন্ত ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এ বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ৬২৭ জনের করোনা শনাক্ত হয়। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয় ৫ আগস্ট। ওই দিন ২৬৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর।

আগস্টে সবচেয়ে বেশি করোনা রোগী চিহ্নিত হয়। একই সঙ্গে ১১ আগস্ট থেকে শিথিল হয় সরকারের কঠোর লকডাউন। যার আনুষ্ঠানিক শেষ হয় ১৯ আগস্ট। এই সময়ে দেশের হাসপাতালগুলোতে ছিল রোগীর ভিড় ছিল অনেক। ওই মাসের শেষ দিক থেকে ক্রমেই স্বস্তির পর্যায়ে আসতে থাকে মহামারি।

যার ফলে আগস্টের তুলনায় প্রায় চার লাখ কম রোগী শনাক্ত হয় সেপ্টেম্বরে। একই সঙ্গে আগস্টে ৫ হাজার ৫১০ জনের মৃত্যু হলেও পরের মাসে এসে তা সাড়ে ৪ গুণ কমে যায়। স্বাভাবিক হয় সবকিছু, স্বস্তি ফিরতে শুরু করে হাসপাতালগুলোতে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ