ঝালকাঠির কাঠালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার আমুয়া সড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাজেদা বেগম উপজেলার পূর্ব পাটিখালঘাটা গ্রামের মো. সোহরাব খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সাজেদা বেগম চিকিৎসার জন্য আমুয়ার এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছিলেন। এ সময় আকরাম হাওলাদারের চালিত মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দেয়। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে (আমুয়া) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার সাজেদা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, বৃদ্ধার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি। লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।