পেট্রলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় পাটকেলঘাটা পেট্রল পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পাটকেলঘাটা মজুমদার ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের তেল নিতে দেখা যাচ্ছে। এ সময় কথা হয় আশিকুর রহমান ও রোকনুদেলা কচির সঙ্গে। তাঁরা জানালেন ডিজেলের দাম যখন বেড়েছে পেট্রলের দামও বাড়তে পারে। তাছাড়া গাড়ী চালাতে গেলে দাম যাই হোক তেল তো কিনতেই হবে।
এ ব্যাপারে কথা হয় ফিলিংস্টেশনের ম্যানেজার দিবস বাবুর সঙ্গে। তিনি জানালেন, ‘পেট্রল ও অকটেনের দাম বৃদ্ধির ব্যাপারে আমরা এখনো কোনো খবর পাইনি। আমরা ৮৬ টাকায় পেট্রল, ৮৯ টাকায় অকটেন ও ৮০ টাকায় ডিজেল বিক্রয় করছি। তবে খুলনা ডিপো থেকে আমাদের আগের মত নিয়মিত পেট্রল সরবরাহ করতে পারছে না। দু-তিনদিন পরপর পেট্রল দিচ্ছে যে কারণে গ্রাহকদের কে আমরা নিয়মিত পেট্রল সরবরাহ করতে পারছি না।’
মাহেন্দ্র চালক রাজিব বিশ্বাস বলেন, ‘তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়াও বেড়েছে। কিন্তু সাধারণ যাত্রীরা এখনো তা মানতে চায় না ফলে আমরা পড়েছি বিপদে।’
এদিকে ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে গাড়ির ভাড়া বৃদ্ধি পেয়েছে। আগে পাটকেলঘাটা থেকে সাতক্ষীরায় যেতে ২০ টাকা ভাড়া ছিল এখন তা ২৫ টাকা হয়েছে। এমনি ভাবে সকল যানবাহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে যা জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে।